×
Image

চেয়ারে বসে সালাত আদায় বিধি-বিধান, সতর্কীকরণ ও মাসলা-মাসায়েল - (বাংলা)

সালাত দীনের স্তম্ভ। যার সালাত নেই তার দীন নেই। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তুমি দাঁড়িয়ে সালাত আদায় কর, যদি না পার তবে বসে, যদি তাও না পার তবে পার্শ্বে।” সুতরাং যে কেউ বসে সালাত আদায় করবে তাকে এতদসংক্রান্ত নিয়মনীতিগুলোও জেনে নেওয়া দরকার। আর তাই এ প্রবন্ধটি লেখা হয়েছে যাতে....