সলাত (নামাজ) এর পদ্ধতি
সলাত (নামাজ) এর পদ্ধতি: এটি বাংলা ভাষায় সংকলিত একটি পুস্তিকা। যা রচনা করেছেন ড. জামিল সারহান। এই ক্ষুদ্র গ্রন্থের বৈশিষ্ট্য হচ্ছে, সলাত বিষয়ক শিক্ষাদান করা এবং সলাত এর পদ্ধতি, রুকুনসমূহ, ওয়াজিবসমূহ, মৌখিক ও কর্মসম্বন্ধনীয় মুস্তাহাবসমূহ কে চমৎকার পদ্ধতিতে চিত্রাকৃতির মাধ্যমে উপস্থাপন করা। উক্ত চিত্রাকৃতিতে সঠিকভাবে সলাতের পদ্ধতি উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি কতিপয় মুসল্লি (সালাত আদায়কারী) কোন কোন স্থানে ভুল করে থাকে, সেগুলিও উল্লেখিত হয়েছে। এটি একটি ক্ষুদ্র পুস্তিকারুপে মুদ্রিত হলেও ছোট-বড় সবার জন্য সমানভাবে খুবই উপকারী হবে।