×
“রামাদান বিষয়ক প্রশ্ন-উত্তর” শীর্ষক আলোচ্য ভিডিওটিতে, স্ত্রী সালাত না পড়লে স্বামীর কী করণীয়, মহিলারা জোরে কুরআন তিলাওয়াত করতে পারবে কিনা, সাওম রাখতে না পারলে কী করণীয়, ই‘তিকাফ ছাড়া মসজিদে অবস্থান করা যাবে কিনা, সাওম রেখে চুলে তেল, শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা, ফজর সালাতের সুন্নাত পড়াবস্থায় যদি ফরয-এর ইকামত হয় তাহলে সুন্নাত বাদ দিয়ে ফরয পড়তে হবে কিনা, ফজর সালাতের সুন্নাত জামা‘আতের আগে পড়তে না পারলে কখন সুন্নাতটা পড়বেক, চোরের বিচার কীরূপ হবে, সাওম অবস্থায় রক্ত পরীক্ষা করা যাবে কি, ইফতারের আগে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা, সাহরী না খেলে সাওম হবে কিনা, দিনের বেলায় কারো হায়েয শুরু হলে তার সাওম হবে কিনা, তাবিজ বা গাছের শিকড় চিকিৎসা কাজে ব্যবহার করা যাবে কি? কেন্দ্রীয় মসজিদের ইমাম যদি মিথ্যা কথা বলে তার পিছনে সালাত আদায় করা যাবে কি? ইত্যাদি। এ ছাড়াও আরো অনেকগুলো ইসলামিক গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিয়ে শাইখ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া কুরআন সুন্নাহর আলোকে জবাব দিয়েছেন।