সাওম বিষয়ক আধুনিক কিছু মাসআলা
এটি মূলতঃ একটি ফিকহের আধুনিক বিষয়াদি নিয়ে রচিত বৃহৎ গবেষণা কর্মের একটি ক্ষুদ্রতম অংশ। শুধু সাওম বিষয়ক আধুনিক মাসআলাসমূহ এখানে আলোচিত হয়েছে। যেমন আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চাঁদ দেখা, চাঁদ প্রমাণে জ্যোতির্বিজ্ঞানের সাহায্য নেওয়া, সূর্যাস্তের পর ইফতার করে বিমানে উঠে চাঁদ দেখা, যেসব দেশে ২৪ ঘন্টার বেশি সময় রাত বা দিন অবশিষ্ট থাকে সেখানকার সাওমের অবস্থা, সাওম পালনকারী কর্তৃক ইনহেলার ব্যবহার, অক্সিজেন নেওয়া, নাকের, কানের ও চোখের ড্রপ ব্যবহার, জিহ্বার নিচে টেবলেট রাখা, পাকস্থলী পর্যবেক্ষণ যন্ত্র লাগানো, এনেসথেসিয়া করা, ইনজেকশন লাগানো, ক্যাথেটার, ডায়ালাইসিস, সাপোজিটরী ইত্যাদির বিধান।