×
এ বইটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমান্বিত জীবনের শেষ একশ দিনের অসিয়্যতসমূহ একত্রিত করা হয়েছে। দশম হিজরীর যুলকাদ মাসের পঁচিশ তারিখে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের উদ্দেশ্যে মদীনায় রওয়ানা দেওয়ার পর থেকে একাদশ হিজরীর বারোই রবি‘উল আউয়াল তাঁর মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এ সময় ব্যপ্ত। এতে সালাত আদায়, কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন (আহলে বাইত), আনসার, কর্তৃত্বের অধিকারীর আনুগত্য করা, মুসলিমের মানসম্মান রক্ষা, নারীর অধিকার, দাস-দাসীর অধিকার, আমানত আদায়, ইয়াহূদী ও খৃস্টানদেরকে আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করা, শির্ক ও এর যাবতীয় পন্থা থেকে সতর্ক করা, বিদ‘আত ও নতুনত্ব থেকে হুশিয়ারী, গোলযোগ ও যুদ্ধ-বিগ্রহ থেকে সতর্কীকরণ, সুদ থেকে হুশিয়ারী, ও দীনের দাওয়াত পৌঁছানোর অসিয়্যত রয়েছে।