মেয়ে সন্তানদের সাথে সদ্ব্যবহার ও তাদের লালন পালনের ফযীলত
“মেয়ে সন্তানদের সাথে সদ্ব্যবহার ও তাদের লালন-পালনের ফযীলত” শীর্ষক এ ভিডিও লেকচারটিতে প্রথমেই সন্তানের হক আদায়ে ছেলে ও মেয়ের মধ্যে সমতা বিধানের কথা আলোকপাত করা হয়ে হয়েছে। সেই সাথে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কোনো পীর-মাশায়েখ বা গায়রুল্লাহ নয়, ছেলে বা মেয়ে সন্তান নির্ধারণ একমাত্র আল্লাহর ইচ্ছাতেই হয়, কারো চেষ্টা বা ইচ্ছায় নয় -এর বিশদ বিবরণ পেশ করার পর মেয়ে সন্তান পালনের ক্ষেত্রে ইসলামের উদ্বুদ্ধকরণ ও ফযীলতের কথা যথা মেয়ে সন্তান যথাযথ পালনের দ্বারা জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত ওয়াজিব হওয়ার কথা কুরআন-সুন্নাহর আলোকে ফুটিয়ে তোলা হয়েছে। পরিশেষে মেয়ে সন্তান বিবেচনায় তার সাথে অসদাচারণ ও রিযিকের ভয়ে সন্তান বিমুখতা প্রদর্শনের ক্ষেত্রে ইসলামের কঠোর হুশিয়ারীর কথা স্মরণ করে দেওয়ার পাশাপাশি সু-সন্তান লাভের উপায় ও সন্তানদের জন্য দো‘আ করার কথা বলা হয়েছে।