জানাযার মাসায়েল
জনাব ইকবাল কীলানী সাহেব তার লিখিত “জানাযার মাসায়েল” নামক গ্রন্থে কুরআন ও সহীহ হাদীসের আলোকে অসুস্থতার পূর্বাবস্থা, রোগ ও রোগীকে দেখা, মৃত্যু ও মৃত ব্যক্তি, শোক পালন, মৃতকে গোসল দেওয়া, কাফন, জানাযা, জানাযার সালাত, দাফন, কবর, যিয়ারত ও ইসালে সাওয়াব ইত্যাদি বিষয়ে বিশদভাবে আলোচনা করেছেন। আশা করি বাংলা ভাষাভাষী পাঠক-পাঠিকাগণ এ কিতাব থেকে উপকৃত হবেন।