আল-কুরআনের শিক্ষা
আল-কুরআন মানব জাতির জন্য একটি সংবিধান এবং তাদের মুক্তির দিশারী, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এই আল-কুরআন আজ বহু মুসলিমের নিকট একটি ধর্মীয় গ্রন্থ মাত্র, অথচ বাস্তবতা হলো, এ মহাগ্রন্থকে আমলে এনে ইতিহাস স্বীকৃত জাহেলিয়াতের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত সোনার মানুষে পরিণত হয়ছিল, অথচ বর্তমানে মুসলিম সমাজ এ আল-কুরআনের যথাযথ আমলে না আনার কারণে তারা যথাযথ সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
জনাব ইকবাল কীলানী সাহেব তার লিখিত “আল-কুরআনের শিক্ষা” নামক গ্রন্থে কুরআনের বিভিন্ন বিষয়সমূহকে দলীল-প্রমাণের ভিত্তিতে সুন্দরভাবে আলোচনা করেছেন, যা পাঠে একজন মানুষ আল-কুরআনের শিক্ষণীয় বিষয়সমূহকে সহজে বুঝতে পারবে এবং সে অনুযায়ী জীবন গঠনে আগ্রহী হবে।