সন্তানের হক (লালন-পালন ও বিনোদন) প্রথম পাঠ
আলোচ্য ভিডিও বক্তব্যটিতে আলোচক সূরা আত-তাহরীমের ৬নং আয়াতের ব্যাখ্যা তুলে ধরেছেন। তার পর সন্তান-সন্তুতি ও ধন-সম্পত্তির পরীক্ষা, অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য, সন্তানের দ্বীন-দারীর প্রতি নযরদারী, সন্তানের হক আদায়ে সমতা রক্ষা, নিয়মতান্ত্রিকভাবে হক আদায়, দায়িত্ব আদায়ে ত্রুটি করা পরিণতিসহ তিন আমল ব্যতিত সব আমলের দরজা বন্ধ হওয়ার বিবরণ কুরআন-সুন্নাহের আলোকে ফুটিয়ে তুলেছেন। পরিশেষে মানব সৃষ্টির রহস্য ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন নুরের তৈরি নয় -এ সত্যটিও বিষদভাবে উপস্থাপন করেছেন।