রামাদান বিষয়ক জিজ্ঞাসা (তৃতীয় পাঠ)
“রমাদান ও সাওম বিষয়ক প্রশ্নোত্তর” নামীয় আলোচ্য প্রশ্ন-উত্তরমূলক ভিডিওটিতে জানাযার সালাতের পরে হাত তুলে দো‘আ করা, কাবার দিকে ফিরে দো‘আ, কোনো মৃত সৎ ব্যক্তিদের উছিলা করে দো‘আ, তারাবীহ ও তাহাজ্জুদ সালাতের মধ্যে পার্থক্য, সুরা তারাবীহ পড়া, সফর অবস্থায় সালাত জমা করা, সালাতরত অবস্থায় পেশাব আসলে করণীয়, গর্ভবতী নারীর তারাবীহ পড়া, বিতর সালাত ও এর রাকাত সংখ্যা, ফিতরা, তারাবীহর আগে বিতর আদায় করা, তারাবীর সালাত পরিত্যাগ করা, চোরের বিচার ও তার ক্ষমা, ইসলামী ব্যাংকে টাকা রাখা, মৃত্যূ বার্ষিকী পালন, গভীর রাতে সাহরী খাওয়া, সিয়াম অবস্থায় সারা দিন ঘুমিয়ে থাকা এ সমস্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো নিয়ে শাইখ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া কুরআন সুন্নাহর আলোকে জবাব দিয়েছেন।