রামাদান বিষয়ক জিজ্ঞাসা (প্রথম পাঠ)
আলোচ্য “রমাদান ও সাওম বিষয়ক প্রশ্নোত্তর” নামীয় প্রশ্ন-উত্তরমূলক ভিডিওটিতে মাহে রমযানের ফযীলত ও তাতে কোনো ধরনের আমল আমরা বেশি বেশি করবো তা আলোচনা করা হয়েছে। তার পর অতীব প্রয়োজনীয় কিছু মাসায়েল যথা সাওমের নিয়ত, সিয়াম অবস্থায় ভুলবশত পানাহার, রমাদানে ঋতু বা হায়েয বন্ধ করা, সাহরী না খেয়ে সিয়ামের নিয়ত, গর্ভবতী মহিলা ও দুধ পানকারীনী নারীর সিয়াম, সফরের সময় সিয়াম রাখা, সাওম অবস্থায় ইনসুলিন ব্যবহার, তারাবীহ সালাতের রাকাত সংখ্যা এবং তার গুরুত্ব, তাহাজ্জুদের নিয়ম, বিতর, আপন ভাই-বোনকে যাকাত দেওয়া, গচ্ছিত টাকার যাকাত, স্বর্ণের যাকাত ইত্যাদি বিষয়াবলীর প্রশ্নেগুলো নিয়ে শাইখ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া কুরআন ও সুন্নাহর আলোকে যথোপযুক্ত জবাব দিয়েছেন।