শাওয়াল মাসের ছয়টি সাওম
উক্ত ভিডিওটিতে শাওয়াল মাসের ছয়টি সাওম রাখার ফযীলত ও মাসায়েল সম্পর্কে আলোচনা করা হয়েছে যেমন:-
ফযীলত: হাদীসে এসেছে ‘যে ব্যক্তি রমযান মাসে সাওম পালন করল অতঃপর শাওয়াল মাসে আরো ছয়টি সাওম পালন করল সে যেন পুরা বছর সাওম রাখল।
মাসায়েল: ১. রমযানের মাওমের কাযা থাকলে আগে আদায় করা। পরে ছয় সাওম রাখা।
২. উক্ত ছয়টি সাওম শাওয়াল মাসের শুরুতেই রেখে নেওয়া উত্তম।
৩. লাগাতার কিংবা মাঝখানে বিরতি দিয়ে রাখা উভয়ই সঠিক।