×
অত্র ভিডিওটিতে রমযানের শেষ দশকের বিশেষ করে শেষ দশকের রাতগুলোর ফযীলত, ই‘তিকাফ, কদরের রজনী, সে রাতে কুরআন নাযিল হওয়া, কদরের রজনীর বিভিন্ন মাসায়েল, এ সম্পর্কে কুরআনের বিভিন্ন আয়াত ও অনেকগুলো হাদীস এবং কদরের রজনীর উল্লেখযোগ্য চারটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হয়েছে। যথা: ১. এ রাতে কুরআন নাযিল হয়েছে। ২. এ রাতে অগণিত ফিরিশতা রহমত ও বরকত নিয়ে দুনিয়াতে অবতরণ করেন। ৩. এ রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। ৪. এ রাতে জেগে থেকে ইবাদত করলে পেছনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।