কিয়ামুল লাইল (রাত্রি জাগরণ করে ইবাদাত করা): ফযীলত ও বিধি-বিধান
অত্র ভিডিওটিতে কিয়ামুল লাইল তথা রাত্রি জাগরণ করে ইবাদাত করা সালাত কিংবা অন্য ইবাদাত হোক বিশেষ করে রমযানের রাতে ইবাদত করার ফযীলত সম্পর্কে সূরা সাজদাহর ১৬ ও ১৭ নং আয়াত, আয়াতের ব্যাখ্যা ও বিভিন্ন হাদীস বর্ণনা করা হয়েছে। তম্নধ্য হতে একটি হচ্ছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের নিয়তে রমযান মাসে রাত্রি জেগে ইবাদাত করবে তার পেছনের জীবনের সমস্ত গুণাহ ক্ষমা করে দেয়া হবে ” কুরআন-সুন্নাহর আলোকে তারাবীহর সালাত ও রাতের অন্যান্য নফল সালাতের বিধি-বিধান এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে।