রমযানের ফযীলত
উক্ত ভিডিওটি রমযান মাসের গুরুত্ব ও ফযীলত সম্পর্কে। এতে আলোচনা করা হয়েছে যে, সাওম ইসলামের অন্যতম রুকন। এ মাস রহমত ও বরকতের মাস। এ মাসে আল্লাহ তা‘আলা আল-কুরআন নাযিল করেছেন এ মাসে এমন একটি রাত রয়েছে যাকে লাইলাতুল কদর বলা হয়, যা হাজার মাসের চেয়ে উত্তম। এ রমযান মাসে জান্নাহামের সকল দরজা বন্ধ করে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং অবাধ্য শয়তানকে বেঁধে রাখা হয়। এ মাসের প্রতিটি রাতে আল্লাহ অনেক বেশি পরিমাণে বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। পরিশেষে এ মাসের পূর্ণ হক আদায় করার মাধ্যমে রহমত, মাগফিরাত ও নাজাত হাসিলের চেষ্টা করার জন্য সকলের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।