×
এই বইটির মধ্যে এই বিষয়টির আলােচনা করা হয়েছে যে , মানুষ যেন তার প্রয়ােজনীয় সমস্ত বিষয়ে আর সর্বাবস্থায় মহান আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করে । এবং সে যেন তার প্রয়ােজন পূরণ করার জন্য , তার দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পাবার উদ্দেশ্যে এবং সন্তান ও সাহায্য লাভ করার ইচ্ছায় মহান আল্লাহ ব্যতীত অন্যের নিকটে প্রার্থনা না করে । কেননা এই সব বিষয়ে মহান আল্লাহ ব্যতীত অন্যের নিকটে কোনাে প্রকারের সাহায্য প্রার্থনা করার অর্থই হলাে তাঁর অংশীদার স্থাপন করা এবং প্রকৃত ইসলামের শিক্ষার বিপরীত প্রাগবর্তী অন্ধ বিশ্বাস জাহেলি যুগের কুসংস্কারের কর্ম সম্পাদন করা ।