ইসলামী অর্থ ব্যবস্থা
1. ‘ইসলামী অর্থ ব্যবস্থা’ শীর্ষক আলোচ্য অডিও লেকচারটিতে সম্মানিত আলোচক ড. মুহাম্মাদ মানজুরে ইলাহী, ইসলামী অর্থব্যবস্থা কী এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। আলোচক উল্লেখ করেন, ইসলামী অর্থনীতি ইসলামী আইনের একটি প্রসিদ্ধ মূলনীতি যেটি গ্রহণ করা হয়েছে শর‘ঈ মূলনীতি থেকে। ইসলামী অর্থব্যবস্থা প্রতিষ্ঠা প্রতিটি মুসলিমের ঈমানের দাবী। আর ঈমান বাঁচানোর কাজ উলামায়ে কিরামই বেশি করে থাকেন। ইসলামী অর্থ ব্যবস্থার বিষয়টি কেমন, শরী‘আর মাধ্যমে কীভাবে অর্থ ব্যবস্থাকে পরিচালনা করা হয়, আলোচক তা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন।
2. ‘ইসলামী অর্থ ব্যবস্থা প্রশ্নোত্তর পর্ব’ শীর্ষক আলোচ্য ভিডিও লেকচারটিতে ইসলামী অর্থ ব্যবস্থার সাথে রিবাভিত্তিক অর্থ ব্যবস্থার পার্থক্য কোথায়, কীভাবে ইসলামিক অর্থ ব্যবস্থাভিত্তিক সমাজ গড়ে তোলা যায় তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন সম্মানিত আলোচক ড. মুহাম্মাদ মানজুরে ইলাহী।