রমযানের বিধি-বিধান
আল্লাহ সুবাহানাহু ওয়াতা‘আলা রমযানকে আমাদের ওপর কেন ফরয করেছেন, পূর্ববর্তী উম্মতের ওপর কীভাবে রমযান ফরয ছিল, রমযান মাস আগমনের পেক্ষাপট কী, সাওমের আভিধানিক অর্থ কী, সাওম কোন কোন ব্যক্তির ওপর ফরয আর কোন কোন ব্যক্তির ওপর ফরয নয়, যারা সাওম রাখতে অক্ষম, তারা কীভাবে কাফফারা আদায় করবেন, ইসলামী শরী‘আতে শিশু বা নাবালকের সাওম পালন করার বিধান, সাহরী, ইফতারের সময় ও নিয়মের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে উক্ত অডিওটিতে।