জান্নাত লাভের উপায়
আলোচ্য অডিওতে নিম্নোক্ত বিষয়কগুলো আলোচনা করা হয়েছে:- জান্নাত লাভের সঠিক উপায়, প্রথম শর্ত হচ্ছে ঈমান, আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিশর্ত আনুগত্য, আল্লাহর প্রতি কোনো অভিযোগ না করা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে তাতে অটল থাকা। ধৈর্য ধারন করা, তাক্বওয়া, জান্নাতে যাওয়ার জন্য যেসব কাজকে বাধ্যতামূলক করা হয়েছে তার দ্বারা দুনিয়াতেও শান্তি প্রতিষ্ঠিত হবে এবং জান্নাত লাভ করা যাবে, আদম সন্তানদের যেসব কাজ করার জন্য নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকতে হবে। আনুষ্ঠানিক তওবা বাদ দিয়ে আন্তরিকতার সহিত তওবা করতে হবে, তাওয়াক্কুল ‘আলাল্লাহ, আল্লাহকে ভয় করার মত ভয় করা, যা সৃষ্টির মত নয়, যারা জান্নাতী তারা জমিনে অহংকার ও দাম্ভিকতা দেখায় না, তাযকিয়াতুন্নাফসু, তা হবে কুরআন ও সুন্নাহর মাধ্যমে, খারাপ কাজকে ভালো দিয়ে প্রতিস্থাপন করা, সালাতের জন্য বেশি বেশি মসজিদে আসা ইত্যাদি।