×
নিয়তের উপরই আমল কবুল হওয়া-না-হওয়া নির্ভরশীল। নিয়ত বিশুদ্ধ ও খালেস হলে আল্লাহর কাছে বান্দার কৃতকর্ম গ্রহণযোগ্যতা পায়। পক্ষান্তরে নিয়ত কপটতাপূর্ণ হলে, দুনিয়াবী লালসাপূর্ণ হলে আল্লাহর কাছে কোনো ব্যক্তির আমল গ্রহণযোগ্যতা হারায়। বক্ষ্যমান অডিওটি এ বিষয়টি কেন্দ্র করেই আবর্তিত।