×
পরকালীন সফলতা : একজন ব্যক্তি নেক কাজ করে মৃত্যু বরণ করলে মৃত্যুর পর থেকে তার সুখ শুরু হবে। কবর থেকে নিয়ে বেহেশত পৌছা এবং এর পর থেকে অনন্ত অসীম কাল পর্যন্ত যে সুখের কোন অন্তনেই নেই সীমা পরসীমা। আর যদি পাপাচারীতায় লিপ্ত থেকে জীবন শেষ করে তাহলে মৃত্যু থেকে তার অবর্ণনীয় দুর্ভোগ শুরু তার শেষ কবে সেটি আল্লাহই ভাল জানেন। একজন নেককারকে মৃত্যুর পর তার লাশ লোকেরা বহন করে চললে সে বলতে থাকে আমাকে অতিদ্রুত নিয়ে চল। আগে নিয়ে যাও। আর যদি পাপকাজ করে বদকার হয়ে মারা যায় আর লোকেরা তার লাশ বহন করে। সে চিৎকার করে বলতে থাকে। সর্বনাশ তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। মানুষ ব্যতীত সকলেই তার এ চিৎকার শুনতে পায়। মানুষ যদি শুনতো তাহলে বেহুশ হয়ে যেত।