জ্ঞানের সঞ্চার
জ্ঞানের সঞ্চার বইটির পরিচয়:
অত্র বইটির মধ্যে প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক প্রকৃত সৃষ্টিকর্তা ও সত্য উপাস্য মহান আল্লাহ, জগৎ, জীবন এবং মানব জাতির বিষয়ে প্রকৃত তত্ত্বজ্ঞান প্রদান করার সাথে সাথে বিশ্বনাবী মুহাম্মাদ আল্লাহর রাসূলের প্রতি ঈমান ও বিশ্বাস স্থাপন করা অপরিহার্য হওয়ার বিষয়গুলি উপস্থাপন করা হয়েছে। এবং প্রকৃত ইসলাম ধর্মই কেবল মাত্র মানবিক চাহিদা পূরণ করতে পারে, নারীর মর্যাদা রক্ষা করতে পারে, সুপথ অথবা বিপথ গ্রহণের তত্ত্বজ্ঞান প্রদান করতে পারে, জাহান্নাম কিংবা নরক হতে মুক্তিলাভ এবং জান্নাত বা স্বর্গ লাভের সহজ সঠিক পথ প্রদর্শন করতে পারে; তাই প্রকৃত ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতি অমুসলিম তথা হিন্দু ভাই বোনদেরকে উৎসাহ প্রদান করার বিষয়গুলির কথা এই বইটির মধ্যে উল্লিখিত হয়েছে।