×
সিয়াম বা রোযা ইসলামের চতুর্থ রুকন। মুসলিমের জীবনে এর গুরুত্ব অপরিসীম। রোযা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ঢালস্বরূপ। রোজ হাশরে আল্লাহ তা‘আলা নিজেই এর প্রতিদান দিবেন। তাই সকল মুসলিমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরীকা অনুযায়ী সিয়াম পালন করা ফরয। জনাব ইকবাল কীলানী সাহেব তার লিখিত “রোযার মাসায়েল” নামক গ্রন্থে কুরআন ও সহীহ হাদীসের আলোকে রোযার বিধি-বিধান সম্পর্কে আলোচনা করেছেন।