সুন্নাহ বলতে আমরা কী বুঝি এবং ইসলামে এর মর্যাদা কী?
“সুন্নাহ বলতে আমরা কী বুঝি এবং ইসলামে এর মর্যাদা কী?” শীর্ষক এ ভিডিও লেকচারটিতে আলোচক শর‘ঈ দৃষ্টিতে সুন্নাহর পরিচয়, হাদীস, সুন্নাহ, খবর এবং আসারের মাঝে পার্থক্য কী এবং কোন কোন কাজগুলো সুন্নাহ ও কোন কোন কাজগুলো সুন্নাহ নয় তা অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন। তারপর সুন্নাহ অনুসরণের গুরুত্ব আলোচনা করেছেন। লেকচারের শেষাংশে আলোচনার আলোকে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের সমাধান দিয়েছেন।