×
সালাত ইলামের দ্বিতীয় রুকন। কিয়ামতের দিন মানুষের প্রথম হিসাব-নিকাশ হবে সালাত সম্পর্কে। তাই প্রত্যেক মুসলিমের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরীকা অনুযায়ী সালাত আদায় করা ফরয। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত আদায় করেছেন তা জানার একমাত্র পন্থা সহীহ হাদীসের অনুসরণ। জনাব ইকবাল কীলানী সাহেব তার “নামাযের মাসায়েল” নামক গ্রন্থটিতে অত্যন্ত সুন্দর করে সালাতের যাবতীয় রীতিনীতি বিশদভাবে তুলে ধরেছেন।