জাহান্নামের বর্ণনা
ইহ জীবন শেষ হওয়ার পর পরকালীন জীবনে মানুষের দু’টি ঠিকানা: একটি জান্নাত আর অপরটি জাহান্নাম। পৃথিবীর কোনো শাস্তিকেই জাহান্নামের শাস্তির সাথে তুলনা করা চলে না, পৃথিবীর কোনো গরমই জাহান্নামের গরমের সাথে তুলনা করা যায় না। কুরআন ও হাদীসে জাহান্নামের কঠিন শাস্তির কথা উল্লেখ হয়েছে, যা সালফে সালেহীনদেরকে তাদের যথেষ্ট নেক আমল থাকা সত্বেও তা তাদেরকে ভীত-সন্ত্রস্ত করে রাখত। ফলে তাদের আরামের ঘুম হারাম হয়ে যেত; কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, আমরা আজ সুখের অন্বেষায় চিরস্থায়ী কঠিন মাস্তির স্থান জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর কথা ভুলতে বসেছি প্রায়।
জনাব ইকবাল কীলানী সাহেব তার “জাহান্নামের বর্ণনা” নামক গ্রন্থটিতে অত্যন্ত সুন্দর করে তুলে ধরেছেন জাহান্নামের শাস্তির বিস্তারিত বিবরণ, যা পাঠে বাংলাভাষী মানুষের জাহান্নামের শাস্তি সম্পর্কে অবগত হয়ে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে।