×
অত্র ভিডিওটি কুরআন-সুন্নাহর আলোকে কালেমা তথা لا إله إلا الله -এর সঠিক অর্থ ও তার শর্ত বা দাবীসমূহ সম্পর্কে। কালেমার শর্ত বা দাবীসমূহ হচ্ছে: ১. কালেমার সঠিক অর্থের জ্ঞান লাভ করা। ২. এর ওপর ইয়াকীন বা দৃঢ়বিশ্বাস রাখা। ৩. সত্যবাদিতা (অর্থ্যাৎ এ কালিমাকে সত্য হিসাবে গ্রহণ করা) ৪. একনিষ্ঠতা (অর্থ্যাৎ এ কালিমার মাধ্যমে আল্লাহকে একনিষ্ঠ ভাবে মেনে নেওয়া) ৫. কালেমার অর্থের প্রতি পূর্ণ ভালোবাসা রাখা। ৬. কালেমার অর্থকে কবুল করা বা মেনে নেওয়া। ৭. আনুগত্য বা এ কালেমার ব্যাখ্যা অনুযায়ী আমল করা। ৮. তাগুতকে অস্বীকার করা।