আশুরা : আনন্দ না শোক দিবস?
এ নিবন্ধে মুহাররমের আশুরাকে কেন্দ্র করে বাড়াবাড়ির চিত্র তুলে ধরা হয়েছে। সংক্ষেপে এদিনের করণীয় ও বর্জনীয় সম্পর্কেও আলোকপাত করা হয়েছে।
ক্যাটাগরিসমূহ
উৎস
Full Description
- আশুরা : আনন্দ না শোক দিবস?
- আশুরা : আনন্দ না শোক দিবস?
- প্রথম ঘটনা :
- গোত্রসহ মুসা আলাইহিস সালামের পরিত্রাণ ও সদলবলে ফেরাউনের পতন :
- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমন করে দেখলেন স্থানীয় ইহুদীরা আশুরা দিবসে রোযা পালন করছে। ফলে তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। তারা উত্তর দিল এ এমন এক দিবস যাতে আল্লাহ তা‘আলা মুসা আলাইহিস সালামকে বিজয়ী করেছিলেন এবং বানী ইসরাঈলকে ফেরাউনের ওপর আধিপত্য দান করেছেন। এ দিনে সম্মানার্থে আমরা সিয়াম পালন করি। এতদশ্রবণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ‘তাহলে তো এ দিন রোযা রাখার ব্যাপারে আমরাই অধিক হকদার। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দিবসে রোযা রোযা পালনের নির্দেশ দেন। (বুখারী : ৩৯৪৩; মুসলিম : ১১৩০)
- দ্বিতীয় ঘটনা :
- নবী দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তা‘আলা ‘আনহুর শাহাদাত বরণ:
- আশুরার ব্যাপারে দুটি শ্রেণী বিভ্রান্তিতে রয়েছে :
- হুসাইন রাদিয়াল্লাহু তা‘আলা ‘আনহুর শাহাদত সম্পর্কে সঠিক অবস্থান :