×
উক্ত অডিওটিতে সাওমের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু মাসায়েল তুলে ধরেছেন। এ মাসআলাগুলো জানা প্রত্যেক সাওম পালনকারীর জন্য জানা অধিক গুরুত্বপূর্ণ। ১। রমযান মাসে সাহরীর আযান দেওয়া সুন্নাত। ২। সাহরী খাওয়ার সময় আযান হয়ে গেলে খাবার শেষ করে উঠবে। ৩। ইফতারি তাড়াতাড়ি করা এবং সাহরী দেরীতে করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ৪। খেজুর অথবা পানি দিয়ে ইফতার করা। ৫। ইফতার করার সময় হাদীস মোতাবেক দো‘আ পাঠ করা। ৬। সাওম পালনকারীকে ইফতার করানো। ৭। সাওম অবস্থায় সকল প্রকার মিথ্যা কথা, গীবত, সুদ ও ঘুষ থেকে দূরে দূরে থাকা। তাছাড়া সাওমের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ আরো বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে।