×
ঈমানদার ব্যক্তিরাই প্রকৃত প্রগতিশীল;কেননা মুমিন ব্যক্তি এমন কিছু গুণ ও বৈশিষ্ট্যে সিদ্ধ থাকে যা তাকে প্রকৃত অর্থেই প্রগতিশীল না করে পারে না। বক্ষ্যমাণ প্রবন্ধে ইসলামের দৃষ্টিতে প্রগতিশীলতার সংজ্ঞা ও একজন মুমিন কিভাবে প্রগতিশীল হতে পারে তা নিয়েই আলোচনা পেশ করা হয়েছে।