×
নতুন বছর আসে, পুরাতন বছর চলে যায় আল্লাহর চিরন্তন নিয়মে। অনেক মানুষ নতুন বছরে পদার্পন করে নিজেকে ধন্য মনে করে। মনে করে আমি খুবই ভাগ্যবান। অনেকে এতে আনন্দে আত্মহারা হয়ে বিবিধ অপকর্মে লিপ্ত হয়ে পড়ে। কিন্ত আসলে কী করা উচিত; পিছনের সময়গুলো ছিল আল্লাহর নেয়ামত, তা কীভাবে ব্যয় করা হল— তার প্রতি কোন খেয়াল করা হয় না। নিজেদের ভাল-মন্দ কৃতকর্মের হিসাব নেয়ার প্রয়োজন অনেকের কাছেই অযথা কাজ বলে মনে হয়। এ বিষয়গুলোর উপর এ প্রবন্ধে সংক্ষেপে আলোকপাত করা হয়েছে।