মুসলমানের হক
মানুষ সামাইজক জীব, সুখের ভোগী, দুঃখের সঙ্গী হয়ে থাকবে একে অন্যের সাথে, এটাই হওয়া উচিত মানুষের আদর্শ।এ কারণেই ইসলাম তার অনুসারীদের মাঝে কতিপয় অধিকার নিশ্চিত করেছে। নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এ অধিকারগুলো বিশদভাবে আলোচনা করেছেন তার বাণীসম্ভারে। এমনই একটি বাণীকে কেন্দ্র করে উপস্থাপিত হয়েছে আমাদের এই প্রবন্ধটি। মুসলমানের প্রতি মুসলমানের অধিকার কী? এ বিষয়ে সঠিক ধারণা নেয়ার জন্য এ প্রবন্ধটি অধ্যয়ন ও প্রচার আবশ্যক বলে মনে করি।