×
একজন মুসলমান তার সৃষ্টিকর্তা রব, তার নবী, তার হেদায়েতের জন্য প্রেরিত মহাগ্রন্থ আল-কুরআন বিষয়ে কী ধরনের আদব অবলম্বন করবে, এমনকী মানুষ ও জীবজন্তু বিষয়ে কী ধরনের শিষ্টাচার প্রদর্শণ করবে বক্ষ্যমান প্রবন্ধে সে বিষয়েই আলোচনা করা হয়েছে।