জামাআতে সালাত আদায়ের গুরুত্ব ও ফজিলত
জামাতের সাথে নামায আদায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের শাআয়ের বা বাহ্যচিহ্নসমূহের মধ্যে এটি অন্যতম। আর নামায তো হল ইসলামের দ্বিতীয় রুকন, একটি মৌলিক স্তম্ভ। জামাতের সাথে আদায় নামজ আদায় করলেই এ রুকনটি পায় তার যথার্থ গুরুত্ব, আদায় হয় শরীয়তের দাবি অনুসারে। অডিওটি জামাতের সাথে নামায আদায়ের এ গুরুত্বকে কেন্দ্র করেই উপস্থাপিত হয়েছে।