অমুসলিমদের সাথে আদব
সমাজবদ্ধভাবে জীবনযাপন করতে গিয়ে মুখোমুখি হতে হয় একজন মুসলিম আরেকজন অমুসলিমের। লেনদেন ওঠা-বসা, চলা-ফেরা, সাহায্য-সহযোগিতা ইত্যাদি ক্ষেত্রে একে অপরের সাক্ষাৎ হতে হয়। কোনো মুসলিমপ্রধান দেশে অমুসলিমদের বসবাস কিংবা কোনো অমুসলিমপ্রধান দেশে মুসলিমে বসবাস এখন বিচিত্র কিছু নয়। তাই অমুসলিম ব্যক্তি হতে পারে কোনো মুসলিমের প্রতিবেশী। বর্তমান সময়ে পৃথিবীতে যেভাবে দলে দলে অমুসলিমরা ইসলামের ছায়াতলে আসছে, তাতে এ বিষয়টি খুবই প্রাসঙ্গিক। তাই ইসলামে মুসলিমগণ অমুসলিমদের সাথে কীভাবে আদবের সাথে ব্যাবহার করবে, উক্ত ভিডিও লেকচারটিতে তা উল্লেখ করা হয়েছে।