ইসলাম, বিজ্ঞান ও জেন্ডার সমতা প্রসঙ্গ
জেন্ডার সাম্যের ধারণা আধুনিক সভ্যতায় প্রচার পেয়েছে বর্ণনাতীতভাবে। জেন্ডার ইকুয়ালিটির মানে নারী-পুরুষ সকল দিক থেকে, অভিন্নভাবে একে অন্যের সমান, Equal| যে নারী সেই পুরুষ, আর যে পুরুষ সেই নারী, এ ধারণা কতটুকু বিজ্ঞানসম্মত ও ইসলাম-সমর্থিত তাই আলোচনা হয়েছে বক্ষ্যমাণ প্রবন্ধটিতে।