×
স্থান ও কাল বিষয়ক মীকাত, মীকাতের আহকাম ও মাসায়েল। এহরামের পদ্ধতি ও গুরুত্ব, মুহরিম ব্যক্তির জন্য নিষিদ্ধ বিষয়সমূহ, নিষিদ্ধ বিষয়সমূহের কোনো একটি করে ফেললে কীভাবে ক্ষতিপূরণ দিতে হবে, এহারাম অবস্থায় তালবিয়া পাঠের গুরুত্ব ও সময়সীমা- এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এসেছে প্রবন্ধটিতে। নির্ভুল হজ আদায় নিশ্চিত করার লক্ষ্যে প্রবন্ধটি পাঠ জরুরি বলে মনে করি।