যেসব কারণে সাওম ভঙ্গ হয় না
أعرض المحتوى باللغة العربية
উক্ত ভিডিও বক্তব্যটিতে যেসব কারণে সাওম ভঙ্গ হয় না সেগুলোর বিবরণ পেশ করা হয়েছে। যেমন, ভুলবশতঃ সাওম নষ্ট হওয়ার কারণসমূহে জড়িয়ে পড়া, অনিচ্ছাকৃত বমি হওয়া, নাক দিয়ে বা কাশির সাথে রক্ত বের হওয়া, নিজের লালা বা থুথু গিলে ফেলা, মিসওয়াক করা, অপবিত্র অবস্থায় সকাল হয়ে যাওয়া, খাদ্যযুক্ত বা খাবারের পরিবর্তে নয় এমন টিকা জাতীয় ইঞ্জেকশান নেওয়া, স্বপ্নদোষ হওয়া, পরীক্ষার জন্য সামান্য রক্ত দেওয়া, অসুস্থতার কারণে বীর্যপাত হওয়া, কোনো মহিলাকে চুমা দেওয়া এবং অশ্লীল দৃশ্যের দিকে তাকানোর ফলে পাতলা পানি বের হয়ে যাওয়া ইত্যাদি।