বাংলাদেশে নাস্তিক্যবাদী অপতৎপরতা : প্রতিরোধের উপায়
أعرض المحتوى باللغة العربية
এ পুস্তিকায় নাস্তিক্যবাদ, বাংলাদেশে নাস্তিক্যবাদী তৎপরতার সংক্ষিপ্ত ইতিহাস, প্রকাশ্যে নাস্তিক্যবাদের প্রচার, বর্তমান প্রজন্মের নাস্তিক্যবাদীদের গুরু, নাস্তিক্যবাদীদের ভণ্ডামি, ইন্টারনেটে নাস্তিক্যবাদী প্রচারণার আধিপত্য, এদের মোকাবেলায় করণীয়, নাস্তিকদের প্রতিরোধের উপায় প্রভৃতি উপশিরোনামে বাংলাদেশে নাস্তিক্যবাদী তৎপরতার আদ্যান্ত তুলে ধরা হয়েছে। পাশাপাশি এসব তৎপরতা প্রতিরোধে করণীয় নির্দেশ করা হয়েছে আল্লাহর কয়েকটি বাণীর আলোকে।