এপ্রিল ফুল ও মিথ্যা ইতিহাস

أعرض المحتوى باللغة العربية anchor

translation লেখক : মোহাম্মদ মানজুরে ইলাহী
1

এপ্রিল ফুল ও মিথ্যা ইতিহাস

24.2 MB MP3

মুসলিম জাতিকে উপহাস করার জন্য খৃষ্টানরা প্রতি বছর ১লা এপ্রিলকে অত্যন্ত জাকজমকের সাথে ‘এপ্রিল ফুল’ পালন করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ‘এপ্রিল ফুল’ ইতিহাসের একটি জঘণ্যতম, ঘৃণ্য এবং হৃদয়বিদারক লোমহর্ষক ইতিহাস। এ দিনে লক্ষ লক্ষ মুসলিম ভাই-বোনেরা নির্মমভাবে প্রাণ হারিয়েছিল; কিন্তু আজ মুসলিম সন্তানরা খৃস্টানদের অনুসরণে সে দিনটিকে হাসি-খুশির দিন হিসেবে পালন করে থাকে। তাই সম্মানিত আলোচক মুসলিম জাতিকে সঠিক ইতিহাস জানা ও মিথ্যা ইতিহাস পরিহার করার জন্য কুরআন ও হাদীসের আলোকে ‘এপ্রিল ফুল ও মিথ্যা ইতিহাস’ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন।

ক্যাটাগরিসমূহ