লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (পার্ট-১)
أعرض المحتوى باللغة العربية
ইসলামে গুরুত্বপূর্ণ বাণী হচ্ছে “লা-ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ” এ সাক্ষ্য প্রদান করা। প্রথম অংশ লা-ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মা‘বুদ নেই, তিনিই একমাত্র পালনকর্তা, মা‘বুদ, প্রভু, মালিক, তিনি সারা জাহানের সৃষ্টিকর্তা, আমরা তাঁরই দাসত্ব স্বীকার করি, কেবল তাঁরই আনুগত্য করি এবং তাঁরই আইন মেনে চলার চেষ্টা করি। সম্মানিত আলোচক এই বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন এ ভিডিও লেকচারটিতে।