দো‘আর আদব
أعرض المحتوى باللغة العربية
দো‘আ একটি বিশেষ ইবাদত এবং আত্মরক্ষার বর্ম। আমাদের চাহিদাগুলো আল্লাহর কাছে চাওয়া এবং আমাদের ভুলগুলোর জন্য তাঁর কাছে ক্ষমা চাওয়া একান্ত জরুরী বিষয়। তবে দো‘আর বিশেষ কিছু আদব আছে যা কবুল হওয়ার ব্যাপারে দৃঢ়বিশ্বাস যোগ্য। সম্মানিত আলোচক “দো‘আর আদব” শীর্ষক এ ভিডিও লেকচারটিতে দো‘আর আদব এবং তা কবুলের শর্ত ও সময় সম্পর্কে আলোচনা করেছেন।