সুন্নাহর আলোকে শবে বরাত ও রমাদান পর্ব-১
أعرض المحتوى باللغة العربية
আমাদের মুসলিম সমাজে শবে বরাতকে কেন্দ্র করে নানাবিধ বিদ‘আত প্রচিলত রয়েছে, যা পরিত্যাজ্য। কেননা বিদ‘আতযুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ‘প্রত্যেক বিদ‘আত-ই পথভ্রষ্ট’। তাই ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গির “সূন্নাহর আলোকে শবে বরাত ও রমাদান পর্ব-১” এ ভিডিও লেকচারটিতে শবে বরাত ও রমাদান বিষয়ক তথ্যবহুল আলোচনা পেশ করেছেন, যা মেনে চললে আমরা পরকালে নাজাত পাবো তাতে কোনো সন্দেহ নাই।