তাওহীদের মাসায়েল
أعرض المحتوى باللغة العربية
জনাব ইকবাল কীলানী সাহেব তার লিখিত “তাওহীদের মাসায়েল” নামক গ্রন্থে তাওহীদের ফযীলত, গুরুত্ব, ব্যাখ্যা, আকীদায়ে তাওহীদের উপকারিতা, প্রকারভেদ, কুরআন সুন্নাহর দৃষ্টিতে তাওহীদ, শির্কের সংজ্ঞা, প্রকারভেদ ও কারণসমূহ কুরআন ও সহীহ হাদীসের আলোকে বিশদভাবে আলোচনা করেছেন। এছাড়া পুস্তকের প্রারম্ভে তাওহীদ ও শির্ক সম্পর্কীয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এবং শির্ক সম্পর্কে তিনটি মূল্যবান পরিশিষ্ট যুগ করে পুস্তকের গুরুত্ব ও উপকারিতাকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন।