জান্নাতের বর্ণনা
أعرض المحتوى باللغة العربية
মহান স্রষ্টার কিছু কিছু সৃষ্টি আমাদের দৃষ্টিগোচর হয় কিন্তু মানব দৃষ্টির বাহিরেও তাঁর আরো অগণিত অসংখ্য সৃষ্টি রয়েছে। ঐ সমস্ত সৃষ্টির প্রতিও মুমিনদের ঈমান রাখতে হবে। আর বর্তমানে অদৃশ্য সৃষ্টিসমূহের অন্যতম একটি হলো জান্নাত, যা পরকালে মহান আল্লাহ তাঁর দয়ায় মুমিন বান্দাদের দান করবেন। সে জান্নাত কী, তার বাস্তবতা সম্পর্কে জানাতো দূরের কথা বরং পৃথিবীতে তার কল্পনাও অসম্ভব। জনাব ইকবাল কীলানী সাহেব তার লিখিত “জান্নাতের বর্ণনা” নামক গ্রন্থে কুরআন ও সহীহ হাদীসের আলোকে জান্নাত সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন। আশা করি বাংলা ভাষাভাষী পাঠক-পাঠিকাগণ জান্নাত সম্পর্কে অবগত হয়ে তা লাভের জন্য সচেষ্ট হবে।