ফাযায়েলে রহমাতুল্লিল আলামীন

أعرض المحتوى باللغة العربية anchor

translation লেখক : মুহাম্মদ ইকবাল কিলানী
1

ফাযায়েলে রহমাতুল্লিল আলামীন

11.7 MB PDF

পৃথিবীতে মানুষ জীবন-যাপন এবং চলাফেরার ক্ষেত্রে সঠিক পন্থা লাভের জন্য সঠিক দিকনির্দেশনা লাভ করা জরুরী। কেননা সঠিক দিকনির্দেশনা না পেলে কোনো মানুষের পক্ষে পৃথিবীতে সফলতা এবং পরকালে মুক্তি লাভ করা সম্ভব নয়। আর এ নির্ভুল দিকনির্দেশনা একমাত্র আল্লাহর মনোনীত নবীগণের পক্ষেই দেওয়া সম্ভব। কারণ, তারা নিজের মস্তিষ্কপ্রসূত কোনো কথা তাদের উম্মতদেরকে বলেন না; বরং তারা আল্লাহর বাণী মানুষের মাঝে প্রচার করেন, তাই তাদের কাছ থেকেই মানবতা তাদের সঠিক পথের সন্ধান লাভ করতে পারে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নবুওয়াতী জীবনে আল্লাহর নির্দেশিত পথেই মানুষকে দিকনির্দেশনা দিয়েছেন। তার মধ্যে কিছু সুন্দর সুন্দর দিকনির্দেশনা তুলে ধরেছেন জনাব ইকবাল কীলানী সাহেব তার লিখিত “ফাযায়েলে রহমাতুল্লিল আলামীন” নামক গ্রন্থে, যা একজন মানুষের জন্য সঠিক পথের সন্ধান লাভে খুবই সহযোগী।