জুমু‘আ: ফযীলত ও বিধি-বিধান
أعرض المحتوى باللغة العربية
আল্লাহ কোনো কোনো স্থানকে অপর স্থানের চেয়ে বেশি মর্যাদা দান করেছেন এবং কোনো কোনো সময়কে বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন। মাসসমূহের মধ্যে রমযান মাসকে এবং দিনসমূহের মধ্যে আরাফার দিন, দুই ঈদের দিন ও জুমু‘আর দিনকে মর্যাদা দান করেছেন। তাই ইসলামে জুমু‘আর দিনের রয়েছে উচ্চ মর্যাদা। আলোচ্য কিতাবটিতে জুমু‘আর দিনের ফযীলত ও বিধি-বিধান নিয়ে আলোচনা করা হয়েছে।