আল্লাহ তা‘আলার নাম ও গুণাবলীর ওপর ঈমান আনা

أعرض المحتوى باللغة العربية anchor

translation লেখক : মুহাম্মদ বায়েযীদ মুহাম্মদ মুসলেম উদ্দীন
1

আল্লাহ তা‘আলার নাম ও গুণাবলীর ওপর ঈমান আনা

0 B YOUTUBE
2

আল্লাহ তা‘আলার নাম ও গুণাবলীর ওপর ঈমান আনা

41.3 MB MP4

উক্ত ভিডিওটি আল্লাহ তা‘আলার নাম ও গুণাবলীর ওপর ঈমান আনা সম্পর্কে। এতে আল্লাহ তা‘আলার নাম ও গুণাবলীর অর্থ-বিশ্লেষণ, কুরআন-সুন্নাহয় বর্ণিত আল্লাহ তা‘আলার নাম ও গুণাবলীর মাঝে কোনো প্রকার পরবির্তন-পরিবর্ধন, বিকৃতি, অস্বীকৃতি, উপমা ও সাদৃশ্যবিধান ছাড়াই ঈমান আনার কথা এবং এ বিষয়ে কুরআনের বিভিন্ন আয়াত উল্লেখ করা হয়েছে। যেমন, আল্লাহ বলেন ১. “আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। সুতরাং তোমরা সে নাম ধরে তাঁকে ডাক আর তাদেরকে বর্জন কর যারা আল্লাহ তা’আলার নামসমূহকে অস্বীকার করে।” ২. “আসমান-জমিনে সর্বোচ্ছ গুণাবলীর দৃষ্টান্ত তাঁরই।” ইত্যাদি।

ক্যাটাগরিসমূহ