বিদ‘আতের অর্থ ও তা থেকে সর্তকীকরণ
أعرض المحتوى باللغة العربية
উক্ত ধারাবাহিক ভিডিও বক্তব্যটিতে বিদ‘আতের অর্থ, সংজ্ঞা ও বিভিন্ন আঙ্গিকে এর প্রকারভেদ উল্লেখ করে বিদ‘আতের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। বিষেশত আকীদাগত বিদ‘আত, আমলগত বিদ‘আত, সময়গত বিদ‘আত, সংখ্যাগত বিদ‘আত, স্থানগত বিদ‘আত, পদ্ধতিগত বিদ‘আত এর কথা উল্লেখ করে এর চূড়ান্ত পরিণতি জাহান্নাম থেকে বাচার জন্য সকলকে সতর্ক করা হয়েছে।