তাওহীদ ও ঈমান
أعرض المحتوى باللغة العربية
আলোচ্য বক্তৃতাটিতে একজন মুসলিমের প্রাথমিক দারস, একজন মানুষ ঈমানদার হতে হলে কীভাবে হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে প্রথম কিসের দাওয়াত দিয়েছেন? তৎকালীন কাফের ও মুসলিমদের মধ্য প্রধান সমস্যা কী ছিল? এ ছাড়া আলোচনা করা হয়েছে তাওহীদ ও তাওহীদের প্রকারসমূহ নিয়ে। ঈমান সম্পর্কিত হাদিসে কুদসি, হাদিসে জিবরীলসহ বেশ কিছু হাদিসের বিস্তারিত ব্যাখ্যাও উক্ত দারসে আলোচিত হয়েছে। ঈমানের সঠিক অর্থ, সংজ্ঞা, ঈমানের মূল ভিত্তিসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে লেকচারটিতে। তাছাড়া তাওহীদ বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।